২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ২৩৩

বাংলাদেশ করোনাভাইরাস আপডেট,online bangla news,daily bangla news
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। তবে ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ২৩৩ জন। 

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ২৩৩

মোট মৃত্যু ও শনাক্ত

এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা অপরিবর্তৃত রয়েছে ২৯,১১২ জন এ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয় ১৩ হাজার ৭৯১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ১ হাজার ৫৬১ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।

আরও পড়তে পারেন: কিছু করোনা রোগী কি কখনোই ঘ্রাণশক্তি ফিরে পাবে না?

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

Post a Comment