বাংলাদেশে এক দিনে করোনায় মৃত্যু ৫, শনাক্ত ২৫৭

বাংলাদেশ,করোনাভাইরাস আপডেট,online bangla news,daily bangla news
বাংলাদেশে এক দিনে করোনায় মৃত্যু ৫, শনাক্ত ২৫৭

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন এবং ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫৭।

মোট মৃত্যু ও শনাক্ত


এতে করে দেশটিতে মোট মৃত ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২৯ হাজার ১০৫ ও ১৯ লাখ ৪৯ হাজার ০৫৫।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয় ১৩ হাজার ৮০১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

আরও পড়তে পারেন: কোভিডে মস্তিষ্ক সংকুচিত হয়, স্মৃতিশক্তি হ্রাশ পায়

গত একদিনে আরও ২ হাজার ৩৯৯ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৭ হাজার ৬৪৮ জন।

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?


২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

আরও পড়তে পারেন: কিছু করোনা রোগী কি কখনোই ঘ্রাণশক্তি ফিরে পাবে না?

Post a Comment