বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ২১৭

বাংলাদেশ,করোনাভাইরাস আপডেট,online bangla news,daily bangla news
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। তবে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৭।
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ২১৭

মোট মৃত্যু ও শনাক্ত

এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা অপরিবর্তৃত রয়েছে ২৯ হাজার ১১২ জন এ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৯৪২।

স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয় ১৪ হাজার ৪৯ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ১ হাজার ৬০০ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জন।

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?


২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

Post a Comment