তিন পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৭ জনের নিয়োগ - bd govt job circular 2022

তিন পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৭ জনের নিয়োগ,bd govt job circular 2022,government job circular 2022 bangladesh,palli bidyut job circular 2022

দেশের বিভিন্ন জেলা-উপজেলায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহ ঘন ঘন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এতে করে সরকারি চাকুরি প্রত্যাশীরা বেশি বেশি আবেদন করার সুযোগ পেয়ে থাকেন। তেমনই তিনটি প্রতিষ্ঠান আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত চেয়ে সার্কুলার প্রকাশ করেছে। [সরকারি চাকরির সার্কুলার ২০২২]

তিন পল্লী বিদ্যুৎ সমিতিতে ১৭ জনের নিয়োগ

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি সার্কুলার ২০২২

পদের নাম, ধরণ, সংখ্যা

পদের নাম- বিলিং সহকারী। ধরণ- "কাজ নাই মজুরী নাই" এ শর্তে সম্পূর্ণ অস্থায়ী। শূন্যপদ- ০৭ টি (কম/বেশি হতে পারে)। পদটি শুধু মহিলাদের জন্য সংরক্ষিত। [মেয়েদের সরকারি চাকরির খবর] 

বয়সীমা

০২ জুন, ২০২২ ইং তারিখে প্রার্থীর বয়স নূন্যতম ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  • এইচএসসি বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ [government job circular 2022 hsc pass]
  • গাণিতিক বিষয়ে ভাল জ্ঞানসহ কম্পিউটার ও দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞ 
  • বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ১০ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করার সক্ষমতা 

বেতন

দৈনিক ৮০০ টাকা।

আবেদন প্রক্রিয়া

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট www.pbs.faridpur.gov.bd হতে আবেদন ফরম ডাউনলোড করে নিজ হাতে পূরণ করার পর অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, কানাইপুর, ফরিদপুর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। 

আরও পড়ুন- 

সরকারি চাকরির খবর ২০২২

জেনে নিন স্বর্ণের দাম কোন ক্যারেটে কত বাড়লো

এইচএসসি পরীক্ষা ২০২২-এর পরিবর্তিত সময় ও নম্বর দেখে নাও

সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ

আবেদন ফি

আবেদন ফি ১০০ টাকা। জেনারেল ম্যানেজার, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে যেকোন তফসীল ব্যাংক হতে উক্ত ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

আবেদনের শেষ সময় 

আগ্রহী প্রার্থীগণ ০২ জুন, ২০২২ পর্যন্ত পদটিতে আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তিটির লিংক এখানে    

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিয়োগ ২০২২

পদ- ডাটা এন্ট্রি অপারেটর

পদের সংখ্যা

শূন্যপদ ০৪ টি (কম/বেশি হতে পারে)। এ পদে শুধু মহিলারাই আবেদন করতে পারবে।  

বেতন 

পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৮ হাজার ৩০০ টাকা থেকে ৪৬ হাজার ২৪০ টাকা ও নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।  

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা 

  • এসএসসি/সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৫.০০ এর মধ্যে ২.৫০ সহ পেয়ে উত্তীর্ণ 
  • ওয়ার্ড প্রসেসিং ও কম্পিউটার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা 
  • বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ ও ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দ কম্পিউটারে টাইপ করার সক্ষমতা ইত্যাদি

পদ- ড্রাইভার

পদের সংখ্যা

শূন্যপদ ০৩ টি (কম/বেশি হতে পারে)। এ পদে শুধু পুরুষরাই আবেদন করতে পারবে।  

বেতন 

পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৬ হাজার ৬০০ টাকা থেকে ৪১ হাজার ৯৫০ টাকা ও নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।  

প্রার্থীর যোগ্যতা 

  • সাবলীলভাবে বাংলা পড়া ও লেখার এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান
  • BRTA কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স
  • যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/বৃহত শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা ইত্যাদি 

পদ- অফিস সহায়ক

পদের সংখ্যা

শূন্যপদ ০১ টি (কম/বেশি হতে পারে)।  

বেতন 

পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৫ হাজার ৫০০ টাকা থেকে ৩৯ হাজার ১৭০ টাকা ও নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।  

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা 

  • এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ 
  • বাই সাইকেল চালানোয় পারদর্শী
  • দাপ্তরিক চিঠিপত্র আদান-প্রদান, পরিষ্কার, পরিচ্ছন্নতা, গৃহস্থালী ও অফিস ডেকোরেশন কাজে পারদর্শী 

যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না 

উপরিউক্ত তিনটি পদে বান্দরবন, বগুড়া, চুয়াডাঙ্গা, গাইবান্ধা, ঝিনাইদহ, জয়পুরহাট, কুড়িগ্রাম, কুষ্টিয়া, লালমনিরহাট, মাগুরা, মানিকগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, নাটোর, চাপাইনবাবগঞ্জ, পাবনা, পঞ্চগড়, রাজবাড়ী, রাজশাহী, শেরপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।

বয়সসীমা

২৯ মে, ২০২২ ইং তারিখে ০১ ও ০৩ নং পদের প্রার্থীর সর্বনিম্ম বয়স ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর এবং ০২ নং প্রার্থীর সর্বনিম্ম বয়স ১৮ ও সর্বোচ্চ ৪৫ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর। 

আবেদন প্রক্রিয়া

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ওয়েবসাইট www.pbs2.pabna.gov.bd হতে আবেদন ফরম A4 সাইজের কাগজে ডাউনলোড করে নিজ হাতে পূরণ করার পর অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২, কাশিনাথপুর, পাবনা এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। 

আবেদন ফি

আবেদন ফি ১০০ টাকা। জেনারেল ম্যানেজার, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অনুকূলে যেকোন তফসীল ব্যাংক হতে উক্ত ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

আবেদনের শেষ সময় 

আগ্রহী প্রার্থীগণ পদটিতে আবেদন করতে পারবেন ২৯ মে, ২০২২ পর্যন্ত।

বিজ্ঞপ্তিটির লিংক এখানে 

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নাম, সংখ্যা

পদের নাম- ড্রাইভার। পদের সংখ্যা- ০২ (কম/বেশি হতে পারে)  

যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না [জেলার চাকরির খবর] 

বান্দরবন, বগুড়া, দিনাজপুর, গাইবান্ধা, ঝালকাঠী, জয়পুরহাট, কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নড়াইল, নাটোর, নীলফামারী, পঞ্চগড়, রাজবাড়ী, রংপুর, ঠাকুরগাঁও।

প্রার্থীর যোগ্যতা

  • সাবলীলভাবে বাংলা পড়া ও লেখার এবং ইংরেজি শব্দ ও সংখ্যা পড়ার জ্ঞান
  • সময়, রিপোর্ট ও সিডিউল সম্পর্কে যথেষ্ঠ জ্ঞান 
  • BRTA কর্তৃক প্রদত্ত বৈধ হালনাগাদকৃত ড্রাইভিং লাইসেন্স
  • যানবাহন চালনা ও রক্ষণাবেক্ষণ কাজে সরকারী/আধা সরকারী/স্বায়ত্বশাসিত/বৃহত শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা 

বেতন 

পবিস বেতন কাঠামো-২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৬ হাজার ৬০০ টাকা থেকে ৪১ হাজার ৯৫০ টাকা ও নিয়মানুযায়ী বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। 

আবেদন প্রক্রিয়া

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট www.pbs2.rangpur.gov.bd হতে আবেদন ফরম A4 সাইজের কাগজে ডাউনলোড করে নিজ হাতে পূরণ করার পর অফিস চলাকালীন সময়ের মধ্যে "সিনিয়র জেনারেল ম্যানেজার, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, পাগলাপীর, রংপুর" বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। 

আবেদন ফি

আবেদন ফি ১০০ টাকা। সিনিয়র জেনারেল ম্যানেজার, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, পাগলাপীর, রংপুর এর অনুকূলে যেকোন তফসীল ব্যাংক হতে উক্ত ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। 

আবেদনের শেষ সময় 

আগ্রহী প্রার্থীগণ পদটিতে আবেদন করতে পারবেন ৩১ মে, ২০২২ পর্যন্ত।

বিজ্ঞপ্তিটির লিংক এখানে

সূত্র: বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড এর ওয়েবসাইট 

Post a Comment