এইচএসসি পরীক্ষা ২০২২-এর পরিবর্তিত সময় ও নম্বর দেখে নাও

এইচএসসি পরীক্ষা ২০২২-এর পরিবর্তিত সময় ও নম্বর,এইচএসসি পরীক্ষা ২০২২ এর সংক্ষিপ্ত সিলেবাস,hsc exam 2022 short syllabus,hsc exam 2022 news,

এইচএসসি পরীক্ষা ২০২২-এর সময় ও নম্বর পুনর্বিন্যাস করা হয়েছে। তিন ঘণ্টার পরীক্ষা হবে ২ ঘণ্টায় ও ১০০ নম্বরের মধ্যে ৪৫ থেকে ৫৫ নম্বরের পরীক্ষা হবে। রোববার (৮ মে ২০২২) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাই তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তাদের এ বিষয়ে স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। চলো তাহলে জেনে নেই বিস্তারিত।

hsc exam 2022

এইচএসসি পরীক্ষা ২০২২-এর পরিবর্তিত সময় ও নম্বর

পরীক্ষার সময় ও নম্বর বিভাজন 

পরীক্ষা সময় ২ ঘণ্টা, যা আগে হতো ৩ ঘণ্টায়। এর মধ্যে MCQ/নৈর্ব্যত্তিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একজন পরীক্ষার্থী সময় পাবে ২০ মিনিট ও CQ/রচনামূলক প্রশ্নের জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট। ঘাবড়ানোর কিছু নেই। এ সময়ে বিষয়ভেদে ৮/১১ টি রচনামূলক প্রশ্নের মধ্যে যেকোনো ৩/৪ টি  ও ২৫/৩০ টি MCQ'র মধ্য থেকে ১৫ টির উত্তর দিতে হবে। 

তিনটি CQ প্রশ্নের মান ৩০, আর ৪ টির জন্য ৪০ নম্বর। MCQ ১৫ টি প্রশ্নের মান ১৫। এ হিসাবে ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা হবে ৪৫ থেকে ৫৫ নম্বরে। তবে পরীক্ষা কম নম্বরে হলেও তা ১০০-তে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আবশ্যিক ও ব্যবহারিক পরীক্ষাবিহীন বিষয়সমূহে (বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ইংরেজি ২য় পত্র ব্যতিত) CQ অংশে ৪ টি প্রশ্নের উত্তরে ৪০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৭০ নম্বরে এবং MCQ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৩০ নম্বরে রূপান্তর করা হবে। 

অন্য পোস্ট-

এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবে সাড়ে ৫৭ হাজার মুসুল্লি  

ফুটবল বিশ্বকাপ ২০২২: দেখে নিন কোন দল কাদের বিপক্ষে খেলবে

এইচএসসি পাশে রেলওয়েতে চাকুরির সুযোগ

৪ টি প্রয়োজনীয় ফ্রি অনলাইন কোর্স

জানা-অজানা | দেশ পরিচিতি | ইউক্রেন

ব্যবহারিক পরীক্ষাযুক্ত বিষয়সমূহে CQ অংশে ৩ টি প্রশ্নের উত্তরে ৩০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ৫০ নম্বরে এবং MCQ অংশে ১৫ টি প্রশ্নের উত্তরে ১৫ এর মধ্যে প্রাপ্ত নপম্বরকে ২৫ নম্বরে রূপান্তর করা হবে।

এবং অবশিষ্ট ২৫ নম্বর ব্যবহারিকের জন্য বরাদ্দ থাকবে। এছাড়া বাংলা ২য় পত্র, ইংরেজি ১ম ও ইংরেজি ২য় পত্রের ৫০ এর মধ্যে প্রাপ্ত নম্বরকে ১০০ নম্বরে রূপান্তর করা হবে। করোনাভাইরাস পরিস্থিতির জন্য পরীক্ষার সময় ও নম্বরে এই পরিবর্তন আনা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া বিজ্ঞপ্তি দেখে নিতে পারো। 

hsc exam 2022

hsc exam 2022

hsc exam 2022

hsc exam 2022

hsc exam 2022

এইচএসসি পরীক্ষা ২০২২ কবে অনুষ্ঠিত হবে? (hsc exam 2022 date bangladesh) 

যদিও পরীক্ষা শুরুর তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি, তবে সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২২ আগস্ট। আর টেস্ট বা প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৭ জুলাই। এবং ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে জুন ৮। 

তোমরা যারা জানোনা ২০২২ সালের এইচএসসি পরীক্ষা কোন কোন বিষয়ে হবে, তারা জেনে নাও এ বছর বাংলা, ইংরেজি, গ্রুপ ভিত্তিক নৈর্বাচনিক ৩ টি ও একটি ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

আর সিলেবাস (hsc exam 2022 short syllabus) হচ্ছে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসুচি যা তোমরা এই https://t.ly/HK85 লিংক থেকে ডাউনলোড (hsc exam 2022 short syllabus download) করে নিতে পারবে। 

২০২২ সালের এইচএসসি পরীক্ষা দিতে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য নিয়মাবলি 

২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমান পরীক্ষা ও তৎপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা ২০১৭ ও ততপূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এ বছরের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে। 

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে তোমরা এই https://t.ly/HK85 লিংকটি ওপেন করে নিয়মাবলি ডাউনলোড করতে পারবে।  

পরিশেষে ছোট ভাই ও বোনদের বলবো সময় খুব বেশি নেই। মনোযোগ দিয়ে পড়ো, পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করো। কোনো অবহেলা নয়। তোমাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা। আর হ্যাঁ, এখন থেকে শিক্ষা বিষয়ে আপডেট সব তথ্য দেওয়ার চেষ্টা করবো দ্য ট্রিবিউন www.thetribune.click এর শিক্ষা বিভাগে। সঙ্গেই থাকো, নিজেকে আপডেট রাখো। ধন্যবাদ। 

Post a Comment