পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি 2022
সহকারী ক্যাশিয়ার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি। শুধু মহিলাদের জন্য সংরক্ষিত এ পদটিতে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি এ ৫ জন সহকারী ক্যাশিয়ার (মহিলা) নিয়োগ
পদের বিবরণ
পদের নাম সহকারী ক্যাশিয়ার। শুধু মহিলাদের জন্য সংরক্ষিত এ পদে মোট ৫ জনকে নিয়োগ দেওয়া হবে (নিয়োগকালীন সময়ে এ সংখ্যা কম/বেশি হতে পারে)। নির্বাচিত প্রার্থীকে প্রাথমিক অবস্থায় ১ বছরের জন্য অন-প্রবেশন বা শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেওয়া হবে।
এ সময়ে যথাযথভাবে কর্মসম্পাদন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে উত্তীর্ণ (প্রযোজ্য ক্ষেত্রে), বাৎসরিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে শর্ত সাপেক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব বেতন কাঠামোর নির্ধারিত বেতন পরিধিতে চাকুরি নিয়মিত করা হবে।
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
বান্দরবান, বগুড়া, ব্রাহ্মণবড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, চুয়াডাঙ্গা, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, দিনাজপুর, ফেনী, গাইবান্ধা, গাজীপুর, হবিগঞ্জ, যশোর, জয়পুরহাট, খাগড়াছড়ি, কিশোরগঞ্জ, লক্ষ্মীপুর, লালমনিরহাট, মানিকগঞ্জ, মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, নওগাঁ, নারায়ণগঞ্জ, নরসিংদী, নাটোর, নেত্রকোনা, নোয়াখালী, পাবনা, পঞ্চগড়, রাজশাহী, রাঙামাটি, শেরপুর, সুনামগঞ্জ, সিরাজগঞ্জ, সিলেট ও টাঙাইল।
বেতন-ভাতা
পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন স্কেল ১৮ হাজার ৩০০ টাকা থেকে ৪৬ হাজার ২৪০ টাকা ও নিয়ম অনুযায়ী ভাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা প্রযোজ্য।
বয়সমীমা
১৮ জুলাই, ২০২২ ইং তারিখে প্রার্থীর সর্বনিম্ম বয়স ১৮ ও সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২।
যোগ্যতা ও অভিজ্ঞতা
- এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান, উভয় পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে
- বাংলায় মিনিটে কমপক্ষে ১০ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে
- কম্পিউটার ও অফিস যন্ত্রপাতিসমূহ পরিচালনার অভিজ্ঞতাসহ গণিতে পারদর্শী হতে হবে
- সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে ২০ হাজার টাকা জমা প্রদান করতে হবে
যে কাগজপত্রাদি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে
- ছবির পেছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়)।
- জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি
- স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/চারিত্রিক সনদপত্র
চাকরি নিয়ে আরও পড়ুন-
পল্লী বিদ্যুৎ বিলিং সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, শূন্যপদ ০৫
১৮ জনকে চাকরি দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডেডলাইন ১৭ ডিসেম্বর
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থী পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট http://pbs.patuakhali.gov.bd/ হতে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করবেন।
তারপর আবেদনপত্রটি নিজ হাতে যথাযথভাবে পূরণ করে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যেকোন তফসিলি ব্যাংক হতে ১০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এটির সাথে সংযুক্ত করে নেবেন।
অতঃপর আবেদনপত্রটি অফিস চলাকালীন সময়ে ১৮ জুলাই, ২০২২ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার, পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি, কালিকাপুর, পটুয়াখালী এর বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করবেন।
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
আবেদনের শেষ তারিখ
সহকারী ক্যাশিয়ার পদটিতে আগ্রহী প্রার্থীগণ ১৮ জুলাই, ২০২২ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
সূত্র: পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট