সরকারিভাবে ফ্রিতে ওয়েব ডিজাইন শিখুন - web design course in bangladesh

সরকারিভাবে ফ্রিতে ওয়েব ডিজাইন শিখুন,web design course in bangladesh,web design and development courses in bangladesh,seip free training 2022

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী নয় বলে স্নাতক ও স্নাতকোত্তর সহ বিভিন্ন ডিগ্রী নিয়েও প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক জ্ঞানের অভাবে দীর্ঘদিন বেকার থাকতে হয় বহু সংখ্যক মানুষকে। বর্তমানে তারাই চাকুরির বাজারে এগিয়ে থাকে, যাদের রয়েছে একাডেমিক ডিগ্রীর পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা। কিন্তু সে দক্ষতা অর্জনেতো টাকাকড়ি লাগে। ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার অভাবে অনেকেই পারেনা ভালো কোনো কোর্স করতে। 

সরকারিভাবে ফ্রিতে ওয়েব ডিজাইন শিখুন

এমনসব লোকদের কথা ভেবে বিভিন্ন সময়ে ফ্রিতে কোর্স-প্রশিক্ষণের ব্যবস্থা করে আসছে সরকার। এরই অংশ ওয়েব ডিজাইন ফ্রি কোর্স (web design course in bangladesh), যা তথ্য প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য সংখ্যক দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সফটওয়্যার ও তথ্য সেবা সংস্থা বেসিস এর তত্ত্বাবধানে অর্থ মন্ত্রণালয়ের আওতায় Skills for Employment Investment Program( SEIP) এর সাথে শুরু হতে যাচ্ছে। 

প্রযুক্তির এই উৎকর্ষের যুগে ওয়েব ডিজাইন কি ও শেখা কেন দরকার, বোধ করি সবাই জানেন। আমাদের দেশে জব মার্কেটে এটির প্রচুর চাহিদা রয়েছে। এছাড়া বাংলাদেশের অনেকে বিশ্বব্যাপী আউটসোর্সিং বা অনলাইন মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনসহ বিভিন্ন প্রযুক্তিগত সেবা প্রদান করে অর্থ উপার্জন করছে ও দেশের মুখ উজ্জ্বল করছে।

সরকারিভাবে ফ্রিতে ওয়েব ডিজাইন শিখুন - web design course in bangladesh

কোর্সের সংক্ষিপ্ত বিবরণ 

কোর্সের নাম ওয়েব ডিজাইন। কোর্সটি শতভাব বিনামূল্যে করানো হবে। কোর্সের মেয়াদ ৩ মাস। মোট ক্লাস ৬০ টি। সপ্তাহে ৫ দিন (রোববার থেকে বৃহস্পতিবার) ৪ ঘণ্টা করে ক্লাস অনুষ্ঠিত হবে।  

কোর্সটিতে কি কি সুবিধা থাকছে?

  • কোর্সটি ১০০% ফ্রি 
  • প্রশিক্ষণ শেষে ভাতা 
  • কোর্স সম্পন্ন হওয়ার পর উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান 
  • কোর্স শেষে যোগ্য প্রশিক্ষণার্থীদেরকে চাকুরি পেতে সহায়তা প্রদান 
  • নারী, আদিবাসী, দরিদ্র জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ অগ্রাধিকার 

কোর্সটি কাদের জন্য? 

  • প্রার্থীকে স্নাতক চতুর্থ বর্ষে অধ্যয়নরত/ স্নাতক অথবা ডিপ্লোমা উত্তীর্ণ হতে হবে 
  • কোর্স চলাকালীন সময়ে প্রশিক্ষণার্থীকে অবশ্যই ঢাকায় অবস্থান করতে হবে। কারণ এটি অফলাইন কোর্স 
  • জাতীয় পরিচয়পত্র থাকতে হবে 

উল্লেখ্য, যারা ইতিপূর্বে এসইআইপি এর কোন কোর্স করেছেন, তারা এই কোর্সটি করতে পারবেন না।

আরও পড়তে পারেন-


কোর্সটি করার জন্য কি কি কাগজপত্র অত্যাবশ্যক?

  • জাতীয় পরিচয়পত্র 
  • অনার্স/ মাস্টার্স/ ডিপ্লোমা সার্টিফিকেট এর ফটোকপি 
  • অনার্স চতুর্থ বর্ষে অধ্যয়নরতদের ক্ষেত্রে রেজাল্ট হয়ে যাওয়া পূর্বের সব বর্ষ বা সেমিস্টারের মার্কশীট 
  • বর্তমানে অন্য কোথাও চাকুরিরত হলে সেখানকার নিয়োগপত্র

রেজিস্ট্রেশন লিংক- https://seip.bitm.org.bd/seip/registration/dhaka

নিবন্ধন করার কিছু দিনের মধ্যেই আপনাদের সাথে ইমেইল এবং এসএমএস এর মাধ্যমে যোগাযোগ করা হবে। কোর্সটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ইনবক্স করতে পারবেন https://www.facebook.com/BASIS.SEIP এই লিংকের মাধ্যমে। 

যাদের অনার্স/ ডিপ্লোমা রেজাল্ট হয়েছে অনেক আগে, অথচ এখনও সার্টিফিকেট তুলেন নাই, এই কোর্সগুলো করতে চাইলে যতটা দ্রুত সম্ভব তুলে নেবেন। কারণ এটি যে অত্যাবশ্যক, তা পূর্বে উল্লেখ করেছি। তাছাড়া ভাইভা অনুষ্ঠিত হওয়ার মাত্র কয়েক দিন আগে প্রার্থীকে ইমেইল করা হয়। তখন এত অল্প সময়ে সনদ উঠানো আপনার জন্য কঠিন হতে পারে। 

আর হ্যাঁ, প্রশিক্ষণগুলো বিনামূল্যে হওয়াতে বহু মানুষ করতে চাইবে এটাই স্বাভাবিক। তাই দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। 

কিছুদিন পর পর এই ধরণের সার্কুলার হয়ে থাকে। তাই https//www.facebook.com/BASIS.SEIP এই পেইজটিতে লাইক দিয়ে আপডেট থাকুন। একবার কোনো কারণে মিস হয়ে গেলে পরে আবার অন্য কোনো কোর্সে আবেদন করার সুযোগ পাবেন। 

যোগাযোগের ঠিকানা

বেসিস ইন্সটিটিউট অব টেকনোলজি & ম্যানেজমেন্ট (বিআইটিএম), বিডিবিএল ভবন (৩য় তলা - পূর্ব), ১২ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, যোগাযোগের নম্বর- +৮৮০৯৬১২৩৪২৪৮৬ (সকাল ৯:৩০ থেকে বিকাল ৫ টা), ইমেইল: [email protected]

দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

প্রিয় পাঠক, দ্য ট্রিবিউন দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে Skill Development বিভাগে নিয়মিতভাবে পোস্ট করে থাকে। এ ধরণের নতুন নতুন লেখা পেতে চাইলে The Tribune এর সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ। সুদক্ষ হয়ে সফল ক্যারিয়ার গঠন করুন, এই শুভকামনা অবিরাম।

Post a Comment