বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা) আরও ১৬,০৩৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৫ হাজার ৯৯৭।
বুলেটিনতে আরও জানানো হয় গত ২৪ ঘণ্টায় রোগটি থেকে সেরে উঠেছে ১,০৯৫ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৫৮ হাজার ৯৫৪।