যুক্তরাষ্ট্রে গত বছরে ডায়াবেটিসে ১ লাখের বেশি মৃত্যু

যুক্তরাষ্ট্রে গত বছরে ডায়াবেটিসে ১ লাখের বেশি মৃত্যু,online bangla news bd,online bangla news,online bangla news,daily bangla news
করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু দেখা যুক্তরাষ্ট্রে ডায়াবেটিস ভয়াবহ রূপ নিয়েছে। গত এক বছরে দেশটিতে এ রোগে আক্রান্ত মারা গেছেন এক লাখের বেশি মানুষ। এ নিয়ে টানা দুই বছর ডায়াবেটিসে মৃত্যু সংখ্যা লাখ ছাড়ালো, যেটাকে বিপদ সংকেত বলছেন রোগতত্ত্ববিদ্গণ। খবর রয়টার্সের 
যুক্তরাষ্ট্রে গত বছরে ডায়াবেটিসে ১ লাখের বেশি মৃত্যু
ছবি: রয়টার্স

একটি বিশেষজ্ঞ প্যানেল ডায়াবেটিস প্রতিরোধ ও এটির সিকিৎসা ব্যবস্থা ঢেলে সাজাতে কংগ্রেসকে আহ্বান করার পর এ পরিসংখ্যানটি প্রকাশ করা হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত এক প্রতিবেদনে এ মহামারী নিয়ন্ত্রণে নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনার সুপারিশ করা হয়।

পাশাপাশি স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও কর্মজীবী নারীদেরকে বেতনসহ মাতৃত্বকালীন ছুটি প্রদান, এবং মিষ্টি-পানীয়ের উপর করারোপ নিশ্চিতের পরামর্শ দেওয়া হয়। 

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল (সিডিসি) জানায় ২০১৯ সালে আমেরিকানদের মৃত্যুর সপ্তম প্রধান কারণ ছিল ডায়াবেটিস ও সে বছর ৮৭ হাজারের বেশি মানুষ এ রোগে মারা যায়। এবং তারপর থেকে প্রতি বছর (২০২০ ও ২০২১) সংখ্যাটি লাখ ছাড়ায়। 

দেশটির রোগতত্ত্ববিধ ডাক্তার পল হু বলেন, "টানা দ্বিতীয় বছরের মত ডায়াবেটিসে এতো বেশি মৃত্যু নিশ্চিতভাবেই বিপদ সংকেত। যদিও টাইপ ২ ডায়াবেটিস নিজেই তুলনামূলকভাবে প্রতিরোধযোগ্য, তবু বহু মানুষ মারা যাওয়া মর্মান্তিক।" 

এদিকে কংগ্রেস গঠিত ন্যাশনাল ক্লিনিক্যাল কেয়ার কমিশন এর এক নতুন প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার ১১ শতাংশ বা ৩ কোটি ৭০ লাখ লোক ডায়াবেটিসে আক্রান্ত। 

উক্ত কমিশন বলছে চিকিৎসক দেখানো ও ওষধ বিশেষ করে ইনসুলিনের খরচ অত্যাধিক বেশি হওয়ায় বহু রোগী সময়মত চিকিৎসা করাতে পারছেনা। তাই তারা ও দেশটির আইনপ্রণেতারা দাবি তুলেছেন চিকিৎসা ব্যয় কমানোর। 

Post a Comment