বাংলাদেশে এক দিনে করোনায় মৃত্যু ১১, শনাক্ত ১৪০৬

বাংলাদেশ,করোনাভাইরাস,মৃত্যু,শনাক্ত,online bangla news,daily bangla news
বাংলাদেশে এক দিনে করোনায় মৃত্যু ১১, শনাক্ত ১৪০৬

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১১ জন এবং ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০৬। 

এতে করে দেশটিতে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১৯ লাখ ৪১ হাজার ০৫৭ ও ২৯,০১৬। 

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয় ২৫ হাজার ৬৬৭ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৪০৬ নতুন রোগী শনাক্ত করা হয়। 

গত একদিনে আরও ৬ হাজার ৯৩৬ কোভিড-১৯ রোগী সেরে উঠেছে। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯৩ হাজার ০৮২ জন।

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।


Post a Comment