অস্ট্রেলিয়ায় ইতালিয়ান রাষ্ট্রদূত ফ্রানসেস্কা তারদিওলি তাঁর গ্রামের বাড়ি ইতালির আম্ব্রিয়া অঞ্চলের ফোলিঙ্গোয় বাসার ব্যালকনি থেকে পড়ে মারা গিয়েছেন।
মিডিয়া প্রতিবেদন বলছে ৫৬ বছর বয়সী এই দূতকে তাঁর বাসার বাইরে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তিনি তৃতীয় তলা থেকে পড়ে গেছেন। তবে ইতালিয়ান পুলিশ ইতোমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করে দিয়েছে।
ইতালিয়ান সংবাদ সংস্থা এজিআই বলছে, "তিনি (ফ্রানসেস্কা তারদিওলি" সম্ভবত ব্যালকনি থেকে নিচের দিকে ঝুঁকতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন"।
ইতালিতে অস্ট্রেলীয় রাষ্ট্রদূত মার্গারেট টুমেই এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। এক টুইট বার্তায় তিনি লিখেন, "প্রিয় বন্ধু, মেধাবী সহকর্মী এবং অত্যন্ত সম্মানিত কূটনীতিক রাষ্ট্রদূত ফ্রানসেস্কা তারদিওলির মৃত্যুর খবরটি হৃদয়বিদারক।"
টুমেই তারদিওলিকে অস্ট্রেলিয়ায় ইতালির অন্যতম সর্বোত্তম উপহার হিসেবে আখ্যায়িত করেন।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
তারদিওলি ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে দূতের দায়িত্বে ছিলেন। ইংরেজি ও ফরাসি ভাষায় তিনি ছিলেন সাবলীল এবং জার্মান ও স্প্যানিশ ভাষাতেও তাঁর ভালো জ্ঞান ছিল। তিনি ১৯৯১ সালে ইতালিয়ান ন্যাশনাল ডিপ্লোম্যাটিক সার্ভিস এ যোগদান করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান