বাংলাদেশকে ফাইজারের আরও ৬২ লাখ ডোজ করোনার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। টিকা প্রাপ্তিতে সমতার জন্য বিশ্বব্যাপী উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এ অনুদান দেওয়া হয়। এ নিয়ে বাংলাদেশকে দেওয়া দেশটির মোট টিকার পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ১০ লাখ।
ঢাকায় মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয় যুবক এবং ভ্যাক্সিন পাচ্ছেনা এমন লোকদের মাঝে টিকাদান কার্যক্রম বাড়াতে নতুন এই অনুদান দেওয়া হয়েছে।
দশ কোটির বেশি মানুষ কমপক্ষে এক ডোজ টিকা গ্রহণ করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে বিজ্ঞপ্তিতে বলা হয় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে জীবন রক্ষাকারী টিকার অনুদান অব্যাহত রাখবে এবং ২০২২ সালের মাঝামাঝি দেশটির ৭০ শতাংশ লোককে পূর্ণভাবে টিকাদানের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।
মার্কিন দূতাবাস জানায় টিকা প্রদান ছাড়াও জাতীয় কোভিড-১৯ টিকাদান কর্মসূচীতে সহায়তা করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। দেশটি ৭ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে যথাযথ টিকাদান ব্যাবস্থাপনার উপর প্রশিক্ষণ দিয়েছে এবং শিক্ষার্থী ও প্রত্যন্ত অঞ্চলের লোকদেরকে টিকাদানের লক্ষ্য পূরণে সহায়তা করেছে।