বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২১ জন এবং ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮৭।
এতে করে দেশটিতে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন ও ২৮ হাজার ৯৬৫।
স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের বুলেটিনে বলা হয় ২৫ হাজার ৪০৫ টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৯৮৭ নতুন রোগী শনাক্ত করা হয়।
গত একদিনে আরও ৯ হাজার ২৫২ কোভিড-১৯ রোগী সেরে উঠেছে। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন।