বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮ টা থেকে মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত) আরও ৪ হাজার ৭৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছে ৩৪ জন।
এতে করে দেশটিতে মোট আক্রান্ত ও মৃতের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ১৯ লাখ ১৯ হাজার ১০২ জন ও ২৮,৮৭২।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবারের বুলেটিনে বলা হয় ৩৪ হাজার ৪৫৮ টি নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৭৪৬ নতুন রোগী শনাক্ত করা হয়।
গত একদিনে আরও ১১,৪১৭ কোভিড-১৯ রোগী সেরে উঠেছে। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩ হাজার ৩০৯ জন।