আটকেপড়া ২৮ বাংলাদেশী নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে

ইউক্রেনে আটকেপড়া ২৮ বাংলাদেশী নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে,online bangla news,online bangla news bd,online bangla news,daily bangla news

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনে একটি জাহাজে আটকেপড়া ২৮ বাংলাদেশী নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদেরকে তিনি এ বিষয়টি অবহিত করেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক প্রতিবেদনে জানানো হয়েছে।  

আটকেপড়া ২৮ বাংলাদেশী নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে


পোল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয়দের সহযোগিতায় আটকেপড়া নাবিকদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন।

এদিকে বাসসের প্রতিবেদনে বলা হয় ইউক্রেনে বাংলাদেশী জাহাজে একজন নাবিকের মৃত্যুতে রাশিয়া দুঃখ প্রকাশ করেছে ও জাহাজটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে ঢাকাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছে দেশটি। 

আরও পড়তে পারেন: সয়াবিন তেলের নতুন মূল্য

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসই) নির্বাহী পরিচালক ডক্টর পীযুষ দত্তের বরাতে বাসস জানায় বুধবার বাংলাদেশ সময় রাত ৯:২৫ মিনিটে ইউক্রেনের অলিভিয়া বন্দরে নোঙ্গর করা বাংলাদেশী জাহাজ 'এমভি বাংলার সমৃদ্ধির' উপর একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে হাদিসুর রাহমান নামে একজন বাংলাদেশী নাবিক নিহত হন এবং বাকি থাকা ২৮ জন নাবিক প্রাণে বেঁচে যান।

Post a Comment