দৈনিক করোনা আপডেট: মৃত্যু ৪, শনাক্ত ১৭২৮

বাংলাদেশে করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর আপডেট,online bangla news,daily bangla news

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সময়ে সংক্রমিত হয়েছেন এক হাজার ৭২৮ জন। 

দৈনিক করোনা আপডেট: মৃত্যু শূন্য, শনাক্ত ১১৬

মোট মৃত্যু ও শনাক্ত

এতে করে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৮৫ জনে। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৭০০ জন। 

আরো পড়তে পারেন- 

সরকারিভাবে ফ্রিতে ওয়েব ডিজাইন শিখুন

সরকারিভাবে বিনামূল্যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কোর্স

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের (০৬ জুলাই, ২০২২) বুলেটিনে বলা হয় গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২৩৩ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া গেছে।  

গত একদিনে ৫২৬ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ নয় হাজার ৭৯৯ জন।

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। 

আরো পড়তে পারেন-

সার্টিফিকেটসহ ৪ টি ফ্রি অনলাইন কোর্স

সরকারিভাবে বিনামূল্যে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট প্রশিক্ষণ

বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

Post a Comment