বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৬০৪

বাংলাদেশে করোনাভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত,online bangla news,daily bangla news
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন এবং ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬০৪।
বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ৬০৪

মোট মৃত্যু ও শনাক্ত


এতে করে দেশটিতে মোট মৃত ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২৯,০৬৪ ও ১৯ লাখ ৪৬ হাজার ৩৬৯।

স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের বুলেটিনে বলা হয় ১৮ হাজার ৮৯০ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ৪ হাজার ৪০৩ কোভিড-১৯ রোগী সেরে উঠেছে। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৩৫ হাজার ৯৮০ জন।

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?


২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

Post a Comment