দৈনিক করোনা আপডেট: মৃত্যু শূন্য, শনাক্ত ৬২

বাংলাদেশে করোনাভাইরাসের দৈনিক মৃত্যু ও শনাক্তের আপডেট,online bangla news,daily bangla news

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬২ জন।

দৈনিক করোনা আপডেট

মোট মৃত্যু ও শনাক্ত

এতে করে দেশটিতে মোট মৃতের সংখ্যা অপরিবর্তৃত রয়েছে ২৯,১১৪ জন এ। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৫২৭।

স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয় ৭ হাজার ৪৫১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ১ হাজার ০১৪ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৯ হাজার ৬৩৪ জন।

আরও পড়তে পারেন: ডাচ মুসলিমরা নিয়মিত ইসলামবিদ্বেষী আক্রমণের শিকার হচ্ছে: গবেষণা 

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

 আরও পড়তে পারেন: কোভিডের চেয়েও বেশি মৃত্যু ঘটাচ্ছে দূষণ

Post a Comment