দৈনিক করোনা আপডেট: মৃত্যু ১, শনাক্ত ১৩৪

বাংলাদেশে করোনাভাইরাসে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর আপডেট,online bangla news,daily bangla news

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন ও এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩৪ জন।

দৈনিক করোনা আপডেট: মৃত্যু ১, শনাক্ত ১৩৪

মোট মৃত্যু ও শনাক্ত 

এতে করে দেশটিতে মোট মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ২৯ হাজার ১১৮ জনে ও ১৯ লাখ ৫০ হাজার ৯৮০। 

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিনে বলা হয় ১০ হাজার ৫২১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ৯২১ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ৭৬৬ জন।

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

Post a Comment