দৈনিক করোনা আপডেট: মৃত্যু নেই, শনাক্ত ৪৩ - online bangla news

দৈনিক করোনা আপডেট: মৃত্যু নেই, শনাক্ত ৪৩,online bangla news,online bangla news,daily bangla news

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৩ জন। 

দৈনিক করোনা আপডেট: মৃত্যু নেই, শনাক্ত ৪৩

বাংলাদেশে করোনায় মোট মৃত্যু ও শনাক্ত কত? 

এতে করে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তৃত রয়েছে ২৯ হাজার ১১৮ জনে ও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ২৮২। 

স্বাস্থ্য অধিদপ্তরের রবিবারের বুলেটিনে বলা হয় ৭ হাজার ৯৭১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ৬৭৩ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন।

আরও পড়তে পারেন: কাশ্মীরে 'যুদ্ধাপরাধের' জন্য ভারতীয় কর্মকর্তাদের গ্রেফতারের আহ্বান

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

বিশ্বে করোনায় মোট আক্রান্ত ও শনাক্ত কত? 

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের তথ্য অনুসারে আজকে পর্যন্ত (মার্চ ২৭, ২০২২) বিশ্ব জুড়ে ৪৮ কোটি ১ লাখ ৫৯ হাজার ৮০৮ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৬১ লাখ ২১ হাজার ৫২৯ জন। শনাক্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

দেশটিতে মোট শনাক্ত হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯৯ ও মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৬ হাজার ৬৫২ জন। আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, ব্রাজিল তৃতীয় তবে প্রাণহানির দিকে থেকে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় ও ভারত তৃতীয়।

Post a Comment