নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে সরাসরি নিয়োগ

২০২৩ সালে ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। আবেদনের শেষ তারিখ ৩১ মে ২০২২।

২০২৩ সালে ডিইও ব্যাচে কমিশন্ড অফিসার পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণ।

নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে সরাসরি নিয়োগ
ছবি: বাংলাদেশ নৌবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেইজ

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

১। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা- পুরুষ

বয়স- ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)- সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল এ্যান্ড ইলেক্ট্রনিক্স বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ও ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে। 

২। সাপ্লাই শাখা - সাপ্লাই শাখা

বয়স- ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুর্ধ্ব ২৮ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)- সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য/পরিসংখ্যান/অর্থনীতি বিষয়ে সম্মান/বিবিএ। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫০ সহ স্নাতক (সম্মান) পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

আরও পড়তে পারেন: ২৬৮৯ পদে স্বাস্থ অধিদপ্তরে নিয়োগ ২০২২

৩। শিক্ষা শাখা - পুরুষ ও মহিলা

বয়স- ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)- সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে পদার্থ/রসায়ন/মনোবিজ্ঞান/আইন বিষয়ে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

৪। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) - পুরুষ ও মহিলা

বয়স- ০১ জানুয়ারি ২০২৩ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।
শিক্ষাগত যোগ্যতা (ন্যূনতম)- সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য পাবলিক/প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.এসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ ৪.৫০ সহ বি.এসসি ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) থাকতে হবে।

আরও পড়তে পারেন: অফিসার ক্যাডেট হিসেবে বিমান বাহিনীতে চাকুরির সুযোগ

বেতন-ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রদান করা হবে।

অনলাইনে আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীগণ www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেইজের বাম পার্শ্বে Apply Now এ ক্লিক করে আবেদন করবেন। 

আবেদন ফি

৭০০ টাকা। তবে মোবাইল ব্যাংকিং তথা বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে ফি জমা দিলে উক্ত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহকে প্রযোজ্য চার্জ বাবদ বাড়তি টাকা পরিশোধ করতে হবে।

অনলাইনে আবেদনের শেষ তারিখ

৩১ মে ২০২২ 

আরও বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর ওয়েবসাইট

Post a Comment