করোনা আপডেট: ২৪ ঘণ্টায় মৃত্যু ০, শনাক্ত ৭৩ - online bangla news

করোনা আপডেট,স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয় ৯ হাজার ৩৭০ টি নমুনা পরীক্ষা করে ৭৩ জনের দেহে করোনাভাইরাস ধরা পড়ে,online bangla news

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। 

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় মৃত্যু ০, শনাক্ত ৭৩

বাংলাদেশে করোনায় মোট মৃত্যু ও শনাক্ত কত? 

এতে করে দেশে মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তৃত রয়েছে ২৯ হাজার ১২২ জনে ও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৫৭৭। 

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের বুলেটিনে বলা হয় ৯ হাজার ৩৭০ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্তের তথ্য পাওয়া যায়।  

গত একদিনে আরও ৮৮৪ জন কোভিড-১৯ রোগী সেরে উঠেছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৮১ হাজার ৩০৪ জন।

আরও পড়তে পারেন: এইচএসসি পাশে রেলওয়েতে চাকুরির সুযোগ, পদ ১৫৩

বাংলাদেশে কবে প্রথম করোনা রোগী শনাক্ত হয়?

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে নোভেল বা নতুন করোনাভাইরাস মহামারীর সূচনা হয়। তার দুই মাস পর ২০২০ সালের ৮ মার্চ তারিখে বাংলাদেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট সেসময় জানিয়েছিল আক্রান্ত ব্যক্তিদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী। তারা সবাই ইতালি থেকে দেশে ফিরেছে।

আরও পড়তে পারেন: যুক্তরাষ্ট্রে গত বছরে ডায়াবেটিসে ১ লাখের বেশি মৃত্যু

বিশ্বে করোনায় মোট আক্রান্ত ও শনাক্ত কত? 

যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের তথ্য অনুসারে আজকে পর্যন্ত (মার্চ ৩১, ২০২২) বিশ্ব জুড়ে ৪৮ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার ৯৭৫ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ও এদের মধ্যে প্রাণ হারিয়েছেন ৬১ লাখ ৩৯ হাজার ১২৯ জন। শনাক্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। 

আরও পড়তে পারেন: কাশ্মীরে 'যুদ্ধাপরাধের' জন্য ভারতীয় কর্মকর্তাদের গ্রেফতারের আহ্বান 

দেশটিতে মোট শনাক্ত হয়েছে ৮ কোটি ৫৭ হাজার ৩২২ ও মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৭৯ হাজার ৮৭২ জন। আক্রান্তের দিক থেকে ভারতের অবস্থান দ্বিতীয়, ব্রাজিল তৃতীয় তবে প্রাণহানির দিকে থেকে ব্রাজিলের অবস্থান দ্বিতীয় ও ভারত তৃতীয়।

Post a Comment