রবি বন্ধ সিমের অফার - robi bondho sim offer (2022)

রবি বন্ধ সিমের অফার,robi bondho sim offer,robi bondho sim offer check code,robi number check,robi loan

আপনি হয়তো দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর রবির একটি সিম ব্যবহার করেছিলেন, যেকোনো কারণে এখন নিষ্ক্রিয় রয়েছে। আপনি চাইলে আবারও এটিকে সচল করে উপভোগ করতে পারেন দারুণ সব সুবিধা। কারণ বন্ধ সিম-এ কোম্পানিটি দিচ্ছে দুর্দান্ত অফার। 

এছাড়াও আজকের পোস্টে কথা বলবো কিভাবে ব্যালেন্স ট্রান্সফার, টাকা ধার, প্রোমোশনাল এসএমএস বন্ধ ও নিজের নম্বর চেক করতে হয় ইত্যাদি। চলুন তাহলে বিস্তারিত জেনে নেই।   

রবি বন্ধ সিমের অফার
ছবি রবির অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে সংগৃহীত

রবি বন্ধ সিমের অফার - robi bondho sim offer 

রবি গ্রাহকরা বন্ধ সিম সচল করে নিম্মোক্ত রিচার্জ অফারসমূহ উপভোগ করতে পারবেন:- 

১১৯ টাকা রিচার্জে ৬ জিবি ইন্টারনেট ও ১২০ মিনিট টকটাইম। অফারটির মেয়াদ ৩০ দিন।

৩১ টাকা রিচার্জে ১ জিবি ইনটারনেট ও ৪৫ মিনিট টকটাইম। ব্যবহারের মেয়াদ ৭ দিন।

৪৮ টাকা রিচার্জে ৬.৫ জিবি ডাটা। উপভোগ করা যাবে ৭ দিন পর্যন্ত

৪৭ টাকা রিচার্জে ৪৭ পয়সা/মিনিট কলরেট সুবিধা, যার মেয়াদ ৩০ দিন।

৭৭ টাকা রিচার্জে ৮ জিবি ইন্টারনেট। ব্যবহারের মেয়াদ ৭ দিন। 

রবি বন্ধ অফার চেক কোড - robi bondho sim offer check code 

এই অফারটি আপনার বন্ধ সংযোগের জন্য প্রযোজ্য কিনা, জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন A, তারপর স্পেস দিয়ে আপনার বন্ধ থাকা রবি সিমের নম্বরটি লিখে ৮০৫০ নম্বরে সেন্ড করুন অথবা *৮০৫০# ডায়াল করে নির্দেশনাবলি অনুসরণ করুন। 

ডাটা ও মিনিট চেক কোড 

ইন্টারনেট চেক করতে *৩# ডায়াল করতে হবে
মিনিট চেক করতে *২২২*৮# ডায়াল করতে হবে

পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই অফার চলবে।

রবি ব্যালেন্স ট্রান্সফার - how to transfer balance from robi to robi

আপনার জীবনকে আরও সহজ করতে রবি নিয়ে এলো ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস। এখন আপনি চাইলে রবি ব্যবহারকারী বন্ধুবান্ধবকে নিজের ফোনের ব্যালেন্স পাঠাতে পারবেন যখন তখন। এটি করার জন্য নিম্মোক্ত ধাপসমূহ অনুসরণ করুন।

  • ব্যালেন্স ট্রান্সফারের জন্য এখন নিবন্ধনের প্রয়োজন নেই। মেসেজ অপশনে গিয়ে টাকার পরিমাণ লিখুন। তারপর ১২১২ এর সঙ্গে ব্যালেন্স গ্রহীতার নম্বর (০১৮xxxxxxxx) যোগ করে এসএমএস করুন। 
  • প্রথমবার লেনদেনের পর এই সেবার জন্য আপনি স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধনভূক্ত হবেন।
  • সফলভাবে ট্রান্সফারের পর একটি পিন কোড পাবেন। পুনরায় ট্রান্সফার এর জন্য পিনটি ব্যবহার করুন। পিনটি বন্ধ করতে off <আপনার পিন> লিখে ১২১০ নম্বরে এসএমএস করুন।
  • আইভিআরের (ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স) মাধ্যমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ১২১০ ডায়াল করুন। 
  • ব্যালেন্স ট্রান্সফার করতে *১৪০*৬*১# ডায়াল করুন। 

এছাড়া রবির প্রিপেইড গ্রাহকরা ব্যালেন্স ৬০ পয়সা থাকলে যেকোনো রবি নম্বরে ব্যালেন্স চেয়ে অনুরোধ পাঠাতে পারবেন। এ জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন।

  • মেসেজ অপশনে টাকার পরিমাণ (যত টাকা চান) লিখে ১২১১ এর সঙ্গে আপনার নম্বর (০১৮xxxxxxxx) যোগ করে এসএমএস পাঠান। 
  • দাতা অনুরোধটি এসএমএস হিসেবে পাবেন।
  • ব্যাল্যান্সের জন্য অনুরোধ করতে *১৪০*৬*২# ডায়াল করুন। 
  • দাতা আপনার অনুরোধটি গ্রহণ করলে Y লিখে এসএমএস এর উত্তর দেবেন আর গ্রহণ না করলে N লিখে এসএমএস করবেন। 

চার্জ (খরচ)

  • সেন্ডারের জন্যে ২ টাকা (+ভ্যাট, এসডি ও এসসি);
  • রিসিভারের জন্যে ২ টাকা (+ভ্যাট, এসডি ও এসসি) (গৃহীত টাকা থেকে)   

এ জন্য আপনাকে নিম্মোক্ত শর্তাবলী অনুসরণ করতে হবে:-

  • ব্যালেন্স ট্রান্সফার সুবিধা পাওয়ার জন্য আপনার সংযোগটি অবশ্যই ন্যূনতম ৩০ দিন চালু থাকতে হবে।
  • একজন প্রিপেইড অথবা পোস্টপেইড গ্রাহক একদিনে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারবেন। 
  • প্রতি ট্রানজ্যাকশনে সর্বোচ্চ ৩০০ টাকা ট্রান্সফার করতে পারবেন। 
  • প্রিপেইড ও পোস্টপেইড, উভয় ধরণের গ্রাহকদের জন্য সর্বনিম্ম ট্রান্সফারের পরিমাণ হবে ৫ টাকা এবং একমাসে সর্বোচ্চ ১,০০০ টাকা। 

রবিতে কীভাবে টাকা ধার নেয় - robi loan

  •  সকল যোগ্য রবি প্রিপেইড গ্রাহক ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স সেবা উপভোগ করতে পারবেন।
  • এই সেবার আওতাভূক্ত কিনা, জানতে ডায়াল করুন *৮#
  • ঝটপট ব্যালেন্স নিতে ডায়াল করুন *১২৩*০০৭# (ফ্রি) 
  • ১২ টাকা কিংবা তার উপরে লোন নেওয়ার ক্ষেত্রে ২ টাকা (ট্যাক্স বাদে) এসএমএস নোটিফিকেশন চার্জ প্রযোজ্য।
  • ঝটপট ব্যালেন্স চেক করতে ডায়াল *১# অথবা *২২২#
  • আউটস্ট্যান্ডিং ব্যালেন্স (পরিশোধ না করা ঝটপট ব্যালেন্স) চেক করতে *৮# ডায়াল করুন এবং একাউন্ট  মেন্যুতে গিয়ে ১ চাপুন।

টেলিটক ও এয়ারটেলের অফার নিয়ে আরও পড়ুন-




প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে রবির ডু নট ডিস্টার্ব সেবা

বর্তমানে মোবাইল অপারেটরগুলো অনেক বেশি প্রোমোশনাল এসএমএস পাঠায়। এতে গ্রাহক বিরক্ত হয়, মেমোরি ভারি হয় ও অপ্রয়োজনীয় মেসেজের ভীরে প্রয়োজনীয়গুলো হারিয়ে যায়। আবার এ থেকে মুক্তির পথ তারাই বাতলে দিয়েছে। 

যেমন এ ধরণের এসএমএস আসা বন্ধ করতে রবির রয়েছে ডু নট ডিস্টার্ব সেবা (ডিএনডি)। এটি চালু করতে ডায়াল করুন *৭# (ফ্রি)। আবার সার্ভিস্টটি বন্ধ করার প্রয়োজন হলে একই কোড তথা *৭# ডায়াল করুন। 

রবি কাস্টমার কেয়ার নম্বর

কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য রবি ব্যবহারকারীরা কল করুন ১২১ নম্বরে। নন-রবি ব্যবহারকারীদের জন্যে হেল্প লাইন নম্বর হল ০১৮১৯৪০০৪০০। এছাড়া আপনার প্রশ্ন বা সমস্যার কথা জানিয়ে ইমেইলও করতে পারেন [email protected] এই ঠিকানায়।

নিজের নম্বর কিভাবে চেক করবো - robi number check

আমার ক্ষেত্রে এমন অসংখ্যবার হয়েছে, হঠাৎ বিশেষ কোন প্রয়োজনে নিজের মোবাইল নম্বরটি জানা দরকার, কিন্তু মাথায় আসছিলো না কীভাবে। তখন হয় গুগোলে সার্চ করেছি অথবা হেল্প লাইনে ফোন করে জেনেছি। তাই আমি জানি এটার প্রয়োজনীয়তা কতটুকু। আপনারও যদি নিজের রবি নম্বর জানার প্রয়োজন হয়, ডায়াল করুন *২# 

দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আরও কিছু প্রয়োজনীয় তথ্য

  • রবি সিমের নতুন সংযোগ মূল্য ২০০ টাকা 
  • প্রিপেইড অ্যাকাউন্ট ব্যালান্স চেক করতে ডায়াল করুন *২২২* অথবা কল করুন ২২২ নম্বরে  
  • ইন্টারনেট ব্যালান্স চেক করার জন্য ডায়াল করুন *১২৩*৩*৫#
প্রিয় পাঠক, দেশের পাঁচটি মোবাইল অপারেটর তথা টেলিটক, গ্রামীণ, রবি, এয়ারটেল ও বাংলালিংক সিমের দাম, সুযোগ-সুবিধা, ভয়েস ও ইন্টারনেট প্যাকেজ-অফার ইত্যাদি নিয়ে দ্য ট্রিবিউন এর টেলিকম বিভাগে নিয়মিতভাবে তথ্য প্রকাশ করা হয়ে থাকে। এ বিষয়ে নতুন নতুন লেখা পেতে সঙ্গে থাকুন।

Post a Comment