পল্লী বিদ্যুৎ নিয়োগ ২০২২ সার্কুলার
ডাটা এন্ট্রি অপারেটর, সহকারী ক্যাশিয়ার ও ড্রাইভার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। সরকারী প্রতিষ্ঠানটি ৩ পদে মোট ১৫ জনকে স্থায়ী ভিত্তিতে চাকুরি দেবে।
৩ পদে ১৫ জনকে চাকুরি দেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
পদ- ডাটা এন্ট্রি অপারেটর
মহিলাদের জন্য সংরক্ষিত এ পদটিতে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ জুন, ২০২২ ইং তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন ১৮ হাজার ৩০০ টাকা থেকে ৪৬ হাজার ২৪০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ২.৫০ পেয়ে উত্তীর্ণ অথবা সমমান পাশ হতে হবে। বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ২০ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
পদ- সহকারী ক্যাশিয়ার
মহিলাদের জন্য সংরক্ষিত এ পদটিতে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ জুন, ২০২২ ইং তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন ১৮ হাজার ৩০০ টাকা থেকে ৪৬ হাজার ২৪০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
প্রার্থীকে গণিতে পারদর্শী হওয়া সহ এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ন্যূনতম ৩.০০ পেয়ে উত্তীর্ণ অথবা সমমান পাশ হতে হবে। বাংলায় প্রতি মিনিটে কমপক্ষে ১০ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।
এই পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় ২০ হাজার টাকা জামানত হিসেবে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে জমা প্রদান করতে হবে যা সন্তোষঞ্জনক চাকুরী সমাপনান্তে ব্যাংক রেইটে প্রাপ্য সুদসহ ফেরত প্রদান করা হবে।
পদ- ড্রাইভার
পুরুষদের জন্য সংরক্ষিত এ পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ জুন, ২০২২ ইং তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ম ১৮ ও সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে।
পবিস বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী বেতন ১৬ হাজার ৬০০ টাকা থেকে ৪১ হাজার ৯৫০ টাকা। এছাড়া নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
প্রার্থীকে সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারা ও ইংরেজি অক্ষর ও নাম্বারিং পড়তে সক্ষম হতে হবে। BRTA কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড) থাকতে হবে।
এছাড়া যেকোন সরকারি/আধা সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান অথবা বৃহৎ শিল্প/বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালনা ও রক্ষণাবেক্ষণ সম্পর্কে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা সনদ (ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির পর) জমা প্রদান করতে হবে।
চাকরি নিয়ে আরও পড়ুন-
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ২ নিয়োগ বিজ্ঞপ্তি 2022
৩৩০ জনকে চাকরি দেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি - dmtcl job circular
নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ ২০২২ - মিটার রিডার
যশোর পল্লী বিদ্যুৎ মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন
ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ঢাকা, ফরিদপুর, ফেনী, গাইবান্ধা, যশোর, খুলনা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নীলফামারী, নোয়াখালী, পঞ্চগড়, পটুয়াখালী, রাজবাড়ী, শরীয়তপুর ও শেরপুর জেলার বাসিন্দাগণ উক্ত ৩ টি পদে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীগণ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এর ওয়েবসাইট http://pbs.sunamganj.gov.bd/ অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে A-4 সাইজের আবেদন ফরম কাগজে ডাউনলোড করে নিজ হাতে পূরণ করবেন।
তারপর অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, ওয়েজখালী, সুনামগঞ্জ বরাবর সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৩ জুন, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র প্রেরণ করবেন।
আবেদন ফি
আবেদন ফি ১০০ টাকা। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে যে কোন তফসিলি ব্যাংক হতে উক্ত ১০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট/ক্রসড পোস্টাল অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করে নেবেন।
দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
আবেদনের সময়সীমা
উপরে উল্লেখিত পদসমূহে আবেদন করা যাবে ২৩ জুন, ২০২২ তারিখ পর্যন্ত।
বিজ্ঞপ্তির লিংক এখানে।
সূত্র: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট