বাংলাদেশ শিল্পকলা একাডেমি (BSA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পদসংখ্যা ৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (BSA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,bangladesh shilpakala academy circular,সরকারি চাকরির খবর ২০২২,job circular in bd,New job news

সাতটি পদে ৭ জনকে স্থায়ী ভিত্তিতে চাকরি প্রদান করতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিল্পকলা একাডেমি (Bangladesh Shilpakala Academy Job Circular)।  

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (BSA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ শিল্পকলা একাডেমি (BSA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, পদসংখ্যা ৭

পদসমূহের বিবরণ

১। ক্যালিগ্রাফিস্ট

এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১২ অনুযায়ী বেতন ১১ হাজার ৩০০ টাকা হতে ২৭ হাজার ৭০০ টাকা।

প্রার্থীর হস্তশিল্পীলিপিকার/হস্তলিখন ও নকশা অংকন কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতাসহ চারুকলায় স্নাতক ডিগ্রী থাকতে হবে। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রার্থী অভিজ্ঞ হয়ে থাকলে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। 

২। মাইক্রোফোন অপারেটর 

এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১২ অনুযায়ী বেতন ১১ হাজার ৩০০ টাকা হতে ২৭ হাজার ৭০০ টাকা।

প্রার্থীর ইলেকট্রনিক্সে ডিপ্লোমাসহ মাইক্রোফোন অপারেটর হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

৩। ডিমার অপারেটর

এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১২ অনুযায়ী বেতন ১১ হাজার ৩০০ টাকা হতে ২৭ হাজার ৭০০ টাকা।

প্রার্থীর ইলেকট্রনিক্সে ডিপ্লোমাসহ মাইক্রোফোন অপারেটর হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরি নিয়ে আরও পড়ুন-

১৮ জনকে চাকরি দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ডেডলাইন ১৭ ডিসেম্বর

৪। সাঁটমূদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১৪ অনুযায়ী বেতন ১০ হাজার ২০০ টাকা হতে ২৪ হাজার ৬৮০ টাকা। 

প্রার্থীর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে। প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দও টাইপ করতে সক্ষম হতে হবে। এছাড়া সাঁটলিপিতে টাইপের গতি বাংলায় মিনিটে সর্বনিম্ম ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। 

৫। উচ্চমান সহকারী 

এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১৪ অনুযায়ী বেতন ১০ হাজার ২০০ টাকা হতে ২৪ হাজার ৬৮০ টাকা। প্রার্থীকে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 

৬। ইলেকট্রিশিয়ান

এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১৬ অনুযায়ী বেতন ৯ হাজার ৩০০ টাকা হতে ২২ হাজার ৪৯০ টাকা। প্রার্থীকে স্বীকৃত কোনো বৃত্তিমূলক প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ বিষয়ে কারিগরি সার্টিফিকেটশ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে।

ঢাকা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, নরসিংদী, ফরিদপুর, টাঙাইল, শরীয়তপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, ময়মনসিংহ, জামালপুর ও নেত্রকোনা জেলার প্রার্থীগণ উক্ত পদগুলোতে আবেদন করতে পারবেন না। তবে এসব জেলার মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

৭। সহকারী পেইন্টার

এ পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-১৯ অনুযায়ী বেতন ৮ হাজার ৫০০ টাকা হতে ২০ হাজার ৫৭০ টাকা। প্রার্থীকে পেইন্টিং কাজে ২ বছরের অভিজ্ঞতাসহ ৮ম শ্রেণী পাস হতে হবে। 

মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট, বাগেরহাট, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ময়মনসিংহ ও জামালপুর জেলার প্রার্থীগণ এ পদে আবেদন করতে পারবেন না। তবে এসব জেলার মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা 

উপরে উল্লেখিত ৭ টি পদে আবেদন করার জন্য ০৬ জুলাই, ২০২২ তারিখে প্রার্থীর সর্বনিম্ম বয়স ১৮ ও সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীগণ http://bsa.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 

আবেদন ফি

টেলিটক সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৪ টাকা। 

দ্য ট্রিবিউনের সর্বশেষ লেখা পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

আবেদনের শেষ সময়

অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় বিকাল ৫ টা, ২৬ জুলাই, ২০২২। 

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

সূত্র: বাংলাদেশ শিল্পকলা একাডেমি ওয়েবসাইট 

Post a Comment