৪ টি প্রয়োজনীয় ফ্রি অনলাইন কোর্স

৪ টি প্রয়োজনীয় ফ্রি অনলাইন কোর্স। এই ফ্রি অনলাইন কোর্সগুলো করার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকারের উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম মুক্তপাঠ।

বিশ্বাস করি আমার মত অনেকেই রয়েছেন যারা দক্ষতা বিষয়ক বিভিন্ন কোর্স বা প্রশিক্ষণ গ্রহণ করতে চান। প্রতিযোগিতার বাজারে চান নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে। কিন্তু টাকা দিয়ে শেখার সামর্থ্য সবসময় থাকেনা। তাই খোঁজ করেন ফ্রিতে কোথায় শেখা যায়। সেসব মানুষদের জন্য আজকে কথা বলবো ৪ টি অনলাইন কোর্স নিয়ে, যা বিনামূল্যে করার সুযোগ দিচ্ছে মুক্তপাঠ

৪ টি প্রয়োজনীয় ফ্রি অনলাইন কোর্স

আপনারা অনেকেই জেনে থাকবেন এটি একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম, যা পরিকল্পনা ও বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেইট (এটুআই) এবং জাতিসঙ্ঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি।

কোর্স নং ১: সহজ ইংরেজি লেখার কৌশল

এই কোর্সে আপনি সহজবোধ্য ও নির্ভুলভাবে প্রাতিষ্ঠানিক ইংরেজি লেখার কৌশল সম্পর্কে জানতে পারবেন। কোর্সটিতে মূলত ব্যক্তিগত রচনাশৈলী ও লেখন পদ্ধতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এতে শিখতে পারবেন লেখায় অপ্রয়োজনীয় শব্দের পরিহার, subject ও verb এর ব্যবহার, strong verb ব্যবহারের কৌশল, adverbs ব্যবহারে সতর্কতা ইত্যাদি। কোর্সটির ব্যাপ্তি মাত্র ৪১ মিনিট ১৮ সেকেন্ড।

আরও পড়তে পারেন: 




এমন অনেক মানুষের সঙ্গে আমার কথা হয়েছে, যারা বিভিন্ন বিষয়ে ভালো জানলেও ইংরেজিতে দুর্বল। তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ কোর্স।


কোর্স লিংক: http://muktopaath.gov.bd/course-details/139

কোর্স নং ২: দৈদেশিক কর্মসংস্থানের পূর্বপ্রস্তুতি

'বৈদেশিক কর্মসংস্থানের পূর্বপ্রস্তুতি' শীর্ষক এই কোর্সের মাধ্যমে বিদেশগামী কর্মীগণ বিদেশ যাওয়ার পূর্বে যেসব বিষয়ে পূর্বপ্রস্তুতি রাখা অপরিহার্য তা সম্পর্কে জানতে পারবেন এবং সঠিকভাবে প্রস্তুতি নিয়ে নির্বিঘ্নে বিদেশ গমন করে দেশের ও নিজের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

আরও পড়তে পারেন: টেকনিক্যাল কন্টেন্ট রাইটিং এ কিভাবে ক্যারিয়ার গড়বেন

এ কোর্সে আপনি বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র (পাসপোর্ট, বৈধ ভিসা, প্লেনেড় টিকেট, জব কন্ট্রাক্ট, মেডিক্যাল সার্টিফিকেট এবং বিএমইটির ছাড়পত্র, স্মার্টকার্ড, ওয়ার্ক পারমিট, করণীয় ও যা করবেন না) সম্পর্কে বিশদ ধারণা নিতে পারবেন। এছাড়া এ সম্পর্কিত দরকারি আরও নানা তথ্য জানতে পারবেন। কোর্সটির ব্যাপ্তি মাত্র ৫০ মিনিট ৫২ সেকেন্ড।

কোর্সের লিংক: http://muktopaath.gov.bd/course-details/206

কোর্স নং ৩: বেসিক গ্রাফিক্স ডিজাইন

ফ্রিল্যান্সিং জগতে সবচাইতে বেশি উচ্চারিত দক্ষতাসমূহের একটি গ্রাফিক্স ডিজাইন। তাছাড়া বর্তমান বাজারের সব সেক্টরেই এটির চাহিদা রয়েছে। তাই আপনি যদি গ্রাফিক্স ডিজাইনের কিছুই না জেনে থাকেন, এই বেসিক কোর্সটি দিয়েই শুরু করতে পারেন।

এন্ট্রি লেভেলের ডিজাইনার হিসেবে চাকুরিতে যোগ দেওয়ার জন্য যেটুকু দক্ষতা প্রয়োজন, তার পুরোটাই এই কোর্সে দেওয়া হয়েছে। এছাড়াও ফেসবুক গ্রুপের মাধ্যমে টেকনিক্যাল বিষয়গুলোতে সাপোর্ট দিয়ে যাচ্ছে কোর্স প্রদানকারীরা।

কোর্স লিংক: http://muktopaath.gov.bd/course-details/409

কোর্স নং ৪: মাইক্রোসফট ওয়ার্ড বেসিক

কম্পিউটার ব্যবহার করতে জানি, অথচ মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে পারিনা, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে মাইক্রোসফট ওয়ার্ডের এ টু জেড বা খুঁটিনাটি কি সবাই জানি? জানিনা। 

দৃশ্যত মাইক্রসফট ওয়ার্ড সহজ মনে হলেও এতে এমন অনেক ফাংশন রয়েছে যা শেখা প্রয়োজন। আপনার হাতে যদি কিছু ফ্রি সময় থাকে, ১ ঘণ্টা ৪৭ মিনিটের কোর্সটি করে নিতে পারেন।  

কোর্স লিংক: http://muktopaath.gov.bd/course-details/150

উল্লেখ্য, এই চারটি কোর্স শুরু করার পূর্বে আপনাকে অবশ্যই মুক্তপাঠের ওয়েবসাইটে নিবন্ধন করে নিতে হবে।

সবশেষ কথা- প্রিয় পাঠক, দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভিন্ন তথ্য নিয়ে আমি Skill Development ক্যাটাগরিতে নিয়মিতভাবে পোস্ট করে থাকি। এ ধরণের নতুন নতুন লেখা পেতে চাইলে দ্য ট্রিবিউন-এর সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আপনার মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য অশেষ ধন্যবাদ। সুদক্ষ হয়ে সফল ক্যারিয়ার গঠন করুন, এই শুভকামনা অবিরাম।

Post a Comment