বাংলাদেশে এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ১৫১ টাকা

বাংলাদেশে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে ১৩৯১ টাকা ,online bangla news bd,online bangla news,online bangla news,daily bangla news

বাংলাদেশে এলপিজি'র ১২ কেজি সিলিন্ডারে ১৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৩৯১ টাকা। এ নিয়ে টানা দ্বিতীয় মাসের মত দাম বাড়ল।

বাংলাদেশে এলপিজির ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়ল ১৫১ টাকা
ছবি: বাংলাদেশ সংবাদ সংস্থা

বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ০৩ মার্চ ২০২২ তারিখ সন্ধ্যা ৬ টা থেকে নতুন ধর কার্যকর হবে।

আরও পড়তে পারেন: দৈনিক করোনা আপডেট: মৃত্যু শূন্য, শনাক্ত ৬২

বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি এলপিজি'র রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসক ব্যতিত মূল্য প্রতি কেজি ১০৮.৫৮ টাকা এবং মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৫.৮৮ টাকায় সমন্বয় করা হলো। এতে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের মূল্য দাঁড়ায় ১,৩৯১ টাকা। 

অপরিবর্তিত রয়েছে সরকারি এলপিজি'র মূল্য। বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি এলপিজি'র ইআরএল/আরপিজিসিএল পর্যায়ের মূল্য অপরিবর্তিত থাকায় এটির দাম বাড়ানো হয়নি।

আরও পড়তে পারেন: দৈনিক করোনা আপডেট: মৃত্যু শূন্য, শনাক্ত ১০২

মার্চ ২০২২ মাসের জন্য সৌদি আরামকো প্রোপেন ও বিউটেনে যথাক্রমে প্রতি মেট্রিক টন ৮৯৫ ও ৯২০ মার্কিন ডলার নির্ধারণ করে। অনুপাত ৩৫:৬৫ হিসেবে এ দুটি জ্বালানির গড় দাম দাঁড়ায় ৯১১.২৫ মার্কিন ডলার। আর এ কারণে বাংলাদেশে এলপিজি'র দাম বাড়ানো হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।   

এর আগে ৩ ফেব্রুয়ারি তারিখে সরকার এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে নির্ধারণ করে ১,২৪০ টাকা। 

Post a Comment