ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য: নতুন ভর্তি ৪

বাংলাদেশে ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য,online bangla news,daily bangla news

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় (২৯/০৩/২০২২ সকাল ৮ টা থেকে ৩০/০৩/২০২২ সকাল ৮ টা পর্যন্ত) ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। 

ডেঙ্গু রোগীর সর্বশেষ তথ্য: নতুন ভর্তি ৪

এতে করে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

বিবৃতিতে আরও বলা হয় এ বছরের জানুয়ারির ১ তারিখ থেকে আজকে (৩০ মার্চ) পর্যন্ত সর্বমোট ১৬৬ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯ জন। তবে এ সময়ে রোগটিতে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আরও পড়তে পারেন: ৪ টি প্রয়োজনীয় ফ্রি অনলাইন কোর্স, এখনই শুরু করুন

ডেঙ্গু কি?

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা আক্রান্ত মশার কামড়ের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ডেঙ্গু ভাইরাসের বাহক এডিস ইজিপ্টাই মশা। চিকুনগুনিয়া, পীতজ্বর (ইয়েলো ফিভার) ও জিকা ভাইরাসও এই মশাগুলোর কামড়ে হয়ে থাকে। 

আরও পড়তে পারেন: উদ্বাস্তুদের সাহায্য করতে হঠাৎ ইউরোপ কেন এত আগ্রহী?

যদিও এটি কম ঘটে, কিছু লোকের ডেঙ্গু জ্বর তীব্র হয়ে থাকে। যথাযথভাবে চিকিৎসা না করানো গেলে এতে রোগী উচ্চ মৃত্যুর ঝুঁকিতে থাকে। তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

Post a Comment