সহকারী মহিলা ক্যাশিয়ার নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১

সহকারী মহিলা ক্যাশিয়ার নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২,কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি

সহকারী ক্যাশিয়ার পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা। পদটিতে তিন জনকে নিয়োগ দেওয়া হবে। শুধু মহিলারাই আবেদন করতে পারবেন। নির্ধারিত ফর্মে আবেদনপত্র পূরণ করে আগামী ২ জুন এর মধ্যে জমা দিতে হবে। 

সহকারী মহিলা ক্যাশিয়ার নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১

সহকারী মহিলা ক্যাশিয়ার নিয়োগ দেবে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১

পদের নাম, সংখ্যা ও ধরণ

পদের নাম সহকারী ক্যাশিয়ার, সংখ্যা তিন (কম/বেশি হতে পারে) ও ধরণ স্থায়ী। পদটি মহিলাদের জন্য সংরক্ষিত।  

যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না

ভোলা, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, দিনাজপুর, ফেনী, খাগড়াছড়ি, খুলনা, মাগুরা, মেহেরপুর, মুন্সিগঞ্জ, নড়াইল, নারায়ণগঞ্জ, নরসিংদী, নোয়াখালী, পাবনা, পিরোজপুর, রাঙ্গামাটি ও শরীয়তপুর। 

বেতন-ভাতা

পল্লী বিদ্যুৎ সমিতি বেতন কাঠামো ২০১৬ অনুযায়ী ১৮ হাজার ৩০০ টাকা থেকে ৪৬ হাজার ২৪০ টাকা ও নিয়ম অনুযায়ী ভাড়ি ভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে। 

বয়সমীমা

০৮ মে ২০২২ ইং তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর এবং তাদের নাতি-নাতনিদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়স ৩২ পর্যন্ত শিথিলযোগ্য। 

যোগ্যতা ও অভিজ্ঞতা

  • এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে
  • বাংলায় মিনিটে কমপক্ষে ১০ ও ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করা পারতে হবে 
  • সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে ২০ হাজার টাকা জমা প্রদান করতে হবে
আরও পড়ুন- 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থী কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ওয়েবসাইট www.pbs1.comilla.gov.bd অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট www.reb.gov.bd হতে A4 সাইজের কাগজে ফরম ডাউনলোড করবেন। 

তারপর সেটি নিজ হাতে যথাযথভাবে পূরণ করে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অনুকূলে অগ্রণী ব্যাংক হতে ১০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট আবেদন পত্রের সাথে সংযুক্ত করে নেবেন। 

তারপর এটি অফিস চলাকালীন সময়ের মধ্যে সিনিয়র জেনারেল ম্যানেজার, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, চান্দিনা, কুমিল্লা এর ঠিকানায় প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করবেন। সরাসরি কোন আবেদন গ্রহণযোগ্য হবেনা। 

অত্যাবশ্যক কাগজপত্র

  • ছবির পেছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি
  • শিক্ষাগত যোগ্যতা সকল সনদ পত্রের সত্যায়িত কপি (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়)।
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি
  • স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র
  • প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র
  • অগ্রনী ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা হতে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অনুকূলে অগ্রণী ব্যাংক লিমিটেড, চান্দিনা শাখার উপর সংগৃহীত ১০০ টাকা মূল্যমানের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট। 

আবেদনের শেষ তারিখ

আগ্রহী প্রার্থীগণ ২ জন পর্যন্ত আবেদন করতে পারবেন। 

বিজ্ঞপ্তটি সরাসরি দেখার লিংক- shorturl.at/gqG37

সূত্র: বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড ওয়েবসাইট

Post a Comment