সয়াবিন তেলের নতুন মূল্য তালিকা - Soyabean oil price in Bangladesh

soybean oil price in bangladesh 2022,Soyabean oil price in Bangladesh,1-liter soybean oil price in bangladesh, soyabean oil 5 litre price in banglades

লিটারে ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল মিলমালিকরা। এছাড়া খোলা সয়াবিন তেলের মূল্য প্রতি লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়েছে।

সয়াবিন তেলের নতুন মূল্য তালিকা

ফলে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম এখন ১৯৮ টাকা ও খোলা তেলের কেজি ১৮০ টাকা। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এর এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বৃহস্পতিবার (৫ মে, ২০২২) এ তথ্য জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস। 

এক নজরে সয়াবিন তেলের নতুন মূল্য তালিকা - Soyabean oil price in Bangladesh

  • ১ লিটার (বোতল) - ১৯৮ টাকা
  • ৫ লিটার (বোতল) - ৯৮৫ টাকা
  • ১ কেজি (খোলা) - ১৮০ টাকা

এর আগে ২৪ মার্চ, ২০২২-এ বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৮ টাকা থেকে কমিয়ে ১৬০ টাকা ও খোলা তেলের কেজিতে ৭ টাকা কমিয়ে ১৩৬ টাকা নির্ধারণ করেছিল সরকার। 

বাসসের প্রতিবেদনে বলা হয় নতুন বিজ্ঞপ্তি অনুসারে এখন পাঁচ লিটারের একটি বোতলের মূল্য ৯৮৫ টাকা অর্থাৎ একজন ভোক্তাকে আগের দামের থেকে অতিরিক্ত গুণতে হবে  ২২৫ টাকা। 

অন্য পোস্ট-

১২ কেজি এলপিজি'র দাম কমে ১৩৩৫ টাকা | মে ২০২২ 

মতামত: সম্পত্তির চেয়ে অনেক বেশি ধ্বংস করেছে বুলডোজার

এয়ারটেল মিনিট অফার ২০২২

এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পাবে সাড়ে ৫৭ হাজার মুসুল্লি

ফুটবল বিশ্বকাপ ২০২২: দেখে নিন কোন দল কাদের বিপক্ষে খেলবে

উক্ত প্রতিবেদন আরও উল্লেখ করা হয় সয়াবিনের পাশাপাশি পাম অয়েলের দামও লিটারে ৪২ টাকা বাড়িয়ে ১৭২ টাকা করেছে শোধনাগারগুলো। 

বাসস জানায় সংস্থাটি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান বিশ্ববাজারে দাম উর্ধ্বমুখী হওয়ার কথা বিবেচনা করে সয়াবিন মূল্য বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে।

এ বিষয়ে মন্ত্রণালয় আগামী মাসে সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে বৈঠকে বসতে পারে বলে তিনি জানান। 

Post a Comment