সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর (২০২২) হজে যেতে পৃথক তিনটি প্যাকেজ - দুইটি সরকারি ও একটি বেসরকারি - ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় এবার হজে গমন করতে পারবেন ৪,০০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫। অর্থাৎ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জন মুসুল্লি হজ পালন করতে পারবেন।
এ বছর হজ বাবদ সর্বনিম্ম খরচ ধরা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা ও সর্বোচ্চ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। ধর্ম মন্ত্রণালয়, ও হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক প্রকাশিত পৃথক পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এ বছর হজে যেতে কত টাকা লাগবে
সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২২ (Hajj 2022 packages Bangladesh)
প্যাকেজ-১ এ বিমান ভাড়া, সৌদি আরবের মক্কা ও মদিনায় বাড়িভাড়া, স্থানীয় সার্ভিস ও খাওয়া ইত্যাদি বাবদ প্রত্যেক হজযাত্রীর জন্য মোট খরচ ধরা হয়েছে ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। এ প্যাকেজের অন্তর্ভূক্ত যাত্রীর জন্য পবিত্র হারাম শরীফের বাইরের চত্বরের সীমানার ৭০০-১০০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
প্যাকেজ-২ এ বিমান ভাড়া, সৌদি আরবের মক্কা ও মদিনায় বাড়িভাড়া, স্থানীয় সার্ভিস ও খাওয়া ইত্যাদি বাবদ প্রত্যেক হজযাত্রীর জন্য মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এটির অধীনে যাত্রীদের জন্য পবিত্র হারাম শরীফে বাইরের চত্বরের সীমানার ১০০০-১৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
অন্য পোস্ট-
৬৮৪ গেইটম্যান (ট্রাফিক) নেবে বাংলাদেশ রেলওয়ে
এইচএসসি, এসএসসি পাশে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এ চাকুরির সুযোগ
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
সয়াবিন তেলের নতুন মূল্য তালিকা
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এ নিয়োগ
ফুটবল বিশ্বকাপ ২০২২: দেখে নিন কোন দল কাদের বিপক্ষে খেলবে
১২ কেজি এলপিজি'র দাম কমে ১৩৩৫ টাকা
বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ২০২২
এ প্যাকেজে বিমান ভাড়া, সৌদি আরবের মক্কা ও মদিনায় বাড়িভাড়া, সৌদি আরবে বিভিন্ন সার্ভিস, পরিবহন ও খাওয়া ইত্যাদি বাবদ মোট ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। এটির অধীনে যাত্রীদের জন্য পবিত্র হারাম শরীফে বাইরের চত্বরের সীমানার ১০০০-১৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।
উপরিউক্ত প্যাকেজ মূল্যসমূহ পরিশোধের পর প্রত্যেক হজযাত্রীকে কুরবানি বাবদ অতিরিক্ত ১৯ হাজার ৬৮৩ টাকা পৃথকভাবে সঙ্গে নিয়ে যেতে।
উল্লেখ্য, হজে যাওয়ার জন্য আগে নিবন্ধন (hajj registration 2022) করতে হবে। প্রাথমিকভাবে নিবন্ধনের সময় ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত নির্ধারণ করা হলেও পরে তা ২২ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
এর আগে ২৩ এপ্রিলে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় কোন দেশ থেকে কতজন এ বছর হজে যেতে পারবে তা নির্ধারণ করে দেয়। উক্ত কোটা অনুযায়ী বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ ৫৭ হাজার ৫৮৫ মুসুল্লি বাংলাদেশ থেকে হজ করতে পারবে। সর্বোচ্চ এক লাখ ৫১ জন ইন্দোনেশিয়া, দ্বিতীয় সর্বোচ্চ ৮১ হাজার ১৩২ পাকিস্তান ও তৃতীয় সর্বোচ্চ ৭৯ হাজার ২৩৭ জন ভারত থেকে হজ করা অনুমতি পেলো।
হজ কবে থেকে শুরু ২০২২? (hajj 2022 dates)
চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৩ হিজরি সনের ৯ জিলহজ বা ২০২২ সালের ৮ জুলাই তারিখে সৌদি আরবে পবিত্র অনুষ্ঠিত হবে। ৯ এপ্রিল দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় দেশ ও দেশের বাইরের ১০ লাখ মুসুল্লিকে দুই শর্তে মেনে হজের অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয়।
শর্ত দুইটি হলো হজযাত্রীর বয়স হতে হবে ৬৫ বছরের নিচে ও করোনাভাইরাসের পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। এবং সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পূর্বে ৭২ ঘণ্টার মধ্যে হজযাত্রীকে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ নিতে হবে।
নিবন্ধনের পর হজে যেতে না চাইলে কিভাবে টাকা ফেরত পাবেন?
সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করে প্যাকেজ মূল্য পরিশোধের পর হজে যেতে চাইলে ও প্রদত্ত অর্থ নিতে ইচ্ছুক হলে online refund system এ আবেদন করবেন এবং লিখিতভাবে পরিচালক, হজ অফিস, ঢাকাকে অবহিত করবেন।
এক্ষেত্রে ব্যয়িত অর্থ ব্যতিত অবশিষ্ট অর্থ ফেরত নিতে পারবেন। তবে প্রাক-নিবন্ধনের জন্য জমাকৃত ৩০ হাজার টাকার মধ্য হতে প্রাক-নিবন্ধন ফি দুই হাজার টাআ ও প্রসেসিং ফি তিন হাজার টাকা কর্তন করে অবশিষ্ট ২৫ হাজার টাকা ফেরত প্রদান করা হবে।
বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত কোন ব্যক্তির লিখিত অনুরোধ/সম্মতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট এজেন্সির ব্যাংকের মাধ্যমে অনলাইনে তাঁর প্রাক-নিবন্ধন বাতিল করবে। এক্ষেত্রে প্রাক-নিবন্ধনের জন্য জমাকৃত ৩০ হাজার টাকার মধ্য হতে প্রাক-নিবন্ধন ফি দুই হাজার ও প্রসেসিং ফি তিন হাজার টাকা কর্তন করে অবশিষ্ট ২৫ হাজার টাকা সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক একাউন্টে ফেরত দেওয়া হবে।